Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম বিগত কয়েক দশক থেকে পরিচালিত হয়ে আসছে। ১৯৫৩ সালের মার্চ মাসে এ কার্যক্রম শুরু হয়। শুরুতে এ কার্যক্রম স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সমাজেরগণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সম্পাদিত হত। তখন শুধু মাত্র মোটিভেশন (Motivation) এবং ক্লিনিক বেসড(Clinic Based) সেবা দেওয়া হত। পরবর্তীতে সরকার জনসংখ্যা সীমিত রাখার জন্য ১৯৬৫ ইং সালেকার্যক্রম শুরু করে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম কয়েকটি পর্যায়ের (Phase) মাধ্যমে আজ এ স্তরে এসছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,কালুখালী ,রাজবাড়ী গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের প্রধান অফিস। এই অফিসের অফিস প্রধানের পদবী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই অফিসের সরাসরি নিয়ন্ত্রনে প্রতিটি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) গণ এর তত্বাবধানে পরিবার কল্যাণ সহকারী(FWA) গণ বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে, SACMO এবং FWV গণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , স্যাটেলাইট ক্লিনিক,উপজেলা সদর ক্লিনিক,মা ও শিশু স্বাস্থ্য ইউনিট হতে এবং মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) গণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পরিবার পরিকল্পনার  বিভিন্ন আধুনিক পদ্ধতি সেবা,মা-শিশু স্বাস্থ্য সেবা,প্রজনন স্বাস্থ্য সেবা,স্বাভাবিক প্রসব সেবা,কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও ছোট পরিবার গঠনের লক্ষ্যে জন সচেতনতা মূলক সেবা প্রদান করা হয়ে থাকে। 

 

 

এক নজরে  কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়:-

 

ইমেইল:

ufpokalukhali@gmail.com

টেলিফোন

01958145478

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

 

০১ টি(বোয়ালিয়া)

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

 

০৭ টি

(ক) ইউনিয়ন উপস্বাস্থ্য কমপ্লেক্সঃ ০৩ টি (মৃগী, খাগজানা, রতনদিয়া)

(খ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রঃ ০৪ টি (মাঝবাড়ী, মদাপুর, সাওরাইল, কালিকাপুর)

(গ) কমিউনিটি ক্লিনিকঃ ২২ টি

 

উপজেলার মোট জনসংখ্যা

(ক) জনসংখ্যাঃ ১,৫৫,০৪৪ জন (২০১১ সনের আদমশুমারী)

(খ) নারীঃ ৭৭,৮৩৯ জন

(গ) পুরুষঃ ৭৭,২০৫ জন

(ঘ) পরিবারের সংখ্যাঃ ৩৫,০৩২ টি

(ঙ) ভোটারের সংখ্যাঃ ১,১১,২৬৪  জন ( ২০১৫ সালের হালনাগাদ মোতাবেক)

চ) পুরুষঃ ৫৬,৪০৭ জন

(ছ) মহিলাঃ ৫৪,৮৫৭ জন

মোট সক্ষম দম্পতি

৩৩,৯৭৬জন

পুরুষ

 

মহিলা

 

সর্বমোট পদ্ধতি গ্রহীতা (সেপ্টেম্বর/২১)

২৬,৯৯৮জন

সিএআর (সেপ্টেম্বর/২১)

৭৯.৭৬%